¡Sorpréndeme!

Ramnavami News: রামনবমীতে অশান্তি পুলিশের কড়া নজরদারি, সংবেদনশীল এলাকার দায়িত্বে ২৯ জন IPS অফিসার | ABP Ananda LIVE

2025-04-05 0 Dailymotion

ABP Ananda LIVE: রামনবমীতে অশান্তি পুলিশের কড়া নজরদারি । সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট । সংবেদনশীল এলাকার দায়িত্বে ২৯ জন IPS অফিসার । ২-৯ এপ্রিল রাজ‍্য পুলিশের সব কর্মী ও অফিসারের ছুটি বাতিল । কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল হবে । ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি । প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে । এন্টালি, পিকনিক গার্ডেন, কাশিপুর, হেস্টিংস ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হবে মিছিলবহুতল থেকে চলবে নজরদারি, উড়বে ড্রোন, থাকবে পুলিশ পিকেট । নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ